Print Date & Time : 6 July 2025 Sunday 10:04 pm

মৌলভীবাজারে ট্রাকচাপায় খালা-ভাগ্নি নিহত

প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেপরোয়া গতির ট্রাকচাপায় খালা ও ভাগ্নি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গতকাল রাতে রাস্তা অবরোধ রেখে আন্দোলন করে দায়ীদের শাস্তির দাবি জানান। গত সোমবার রাতে উপজেলার ভ‚নবীর ইউনিয়নের পাত্রীকুল নামক স্থানে এ ঘটনা ঘটে। এজন্য দুটি ট্রাককে আটক করেছে পুলিশ। তবে স্থানীয়রা জানান, পুলিশ যে ট্রাক আটক করেছে, সেটা ঘাতক ট্রাক নয়, ঘাতক ট্রাককে এখনও আটক করা হয়নি।

নিহতরা হলেন উপজেলার ভ‚নবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের খালা পিয়ারা বেগম (৪৮) ও তার ভাগ্নি সাদিয়া আক্তার (৮)। শিশু সাদিয়া আক্তার বেড়াতে খালার বাড়িতে এসেছিল।

এসময় ঘটনাস্থলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় ও ইউএনও মো. আবু তালেব পরিদর্শন করে বিচারের আশ্বাস দেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ইউএনওসহ প্রশাসনের লোকদের ঘুষখোর সেøাগান দিয়ে অবরুদ্ধ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভ‚ষণ রায় জানান, ‘ঘটনার খবর পেয়েছি। দুজন নিহত হয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিবেশ এখন শান্ত আছে। তাছাড়া ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।’