Print Date & Time : 3 September 2025 Wednesday 12:06 am

মৌলভীবাজারে দ্বিতীয় চা নিলামে ৫০% চা বিক্রি

প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের দ্বিতীয় চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ৬৮ হাজার ৭৭৮ কেজি চা-পাতা নিলামে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। নিলামে ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে, যার এভারেজ গড় মূল্য ছিল প্রায় ২৫০ টাকা।

গতকাল বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। এদিকে নিলামে এম আর খান চা-বাগানের ব্ল্যাক টি সর্বোচ্চ দামে বিক্রি হয়, যার প্রতি কেজি দাম ছিল ৩১০ টাকা। তাছাড়া বিটিআরআই চা-বাগানের ব্ল্যাক টি বিক্রি হয় ৩০০ টাকা কেজি প্রতি।

নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৩৫ জন বায়ার অংশগ্রহণ করেন। নিলামে সাবারি টি প্ল্যান্টেশনের গ্রিনটি প্রতি কেজি এক হাজার ৭০০ টাকা দামে বিক্রি হয়। এর আগে গত ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলামে ৫৫ হাজার ৩ দশমিক ৬৫ কেজি চা-পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৬ হাজার ৭৫ দশমিক ৪৫ কেজি, যার মূল্য ৬৫ লাখ ৫১ হাজার ১৯৬ দশমিক ৫৮ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ২৫১ দশমিক ২৪ টাকা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ শেয়ার বিজকে জানান, ‘আজ দ্বিতীয় চা নিলামে বায়ারদের অংশগ্রহণ একটু কম ছিল। গতকাল চট্টগ্রামে চা নিলাম থাকায় আজ (বুধবার) শ্রীমঙ্গলে আসতে পারেনি। আজকে প্রায় ৬৮ হাজার কেজি চা-পাতা অপারিং ছিল, যার ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। এভারেজ গড় মূল্য প্রায় ২৫০ টাকা। এর মধ্যে সাবারি গ্রিনটি বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ টাকা। আর এম আর খান চা-বাগানের ব্ল্যাক টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩১০ টাকা। আর বিটিআরআই চা প্রতি কেজি বিক্রি হয় ৩০০ টাকা। ভালো চায়ের কোয়ালিটি যেভাবে বৃদ্ধি পাচ্ছে। ভালো কোয়ালিটির চা, ভালো দাম পাবে। আশা করছি আমরা বাজার আরও উন্নত হবে।’

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, ‘২০২৩-২০২৪ অর্থবছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ৫টি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মধ্যে শুধু বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়বিক্রয় করা হবে।’

‘২০২৩ সালের ১ম নিলাম থেকে ১৭তম নিলামের তারিখ যথাক্রমে: ২৬ এপ্রিল ২৩, ৩ মে ২৩, ১৭ মে ২৩, ৩১ মে ২৩, ১৪ জুন ২৩, ৫ জুলাই ২৩, ১৯ জুলাই ২৩ এবং ২ আগস্ট ২৩, ১৬ আগস্ট ২৩, ৩০ আগস্ট ২৩, ১৩ সেপ্টেম্বর ২৩, ২৭ সেপ্টেম্বর ২৩, ১১ অক্টোবর ২৩, ২৫ অক্টোবর ২৩, ৮ নভেম্বর ২৩, ২২ নভেম্বর, ৬ ডিসেম্বর ২৩ এবং ২০ ডিসেম্বর ২৩।’

‘২০২৪ সালের ১৮তম নিলাম থেকে ২৩তম নিলামের তারিখসমূহ: ৩ জানুয়ারি ২৪, ১৭ জানুয়ারি ২৪, ৩১ জানুয়ারি ২৪, ১৪ ফেব্রুয়ারি ২৪, এবং চা উৎপাদন মৌসুমের সর্বশেষ নিলাম হবে ২৮ ফেব্রুয়ারি ২৪।’