মৌলভীবাজারে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ম্যাচ

প্রতিনিধি, মৌলভীবাজার : খেলাধুলার মাধ্যমে নারীর সমতা ও অন্তভর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং নারী অ্যাম্পিউটি (যাদের একটি পায়ে অঙ্গচ্ছেদ) প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্সের (এসএইচআই) আয়োজনে উপজেলার সাতগাঁও চা বাগান মাঠে অনুষ্ঠিত হয় বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ও নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ম্যাচ। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিলÑ‘সীমা ভাঙো, নতুন পথ গড়ো: ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে খেলাধুলা’।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত ছয়টি ফুটবল একাডেমি বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উত্তীর্ণ হয় শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি এবং সিলেটের রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।

ফাইনাল ম্যাচে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির বিরুদ্ধে রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ২-০ গোলে বিজয়ী হয়। এতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে শিবানী কুর্মি। ম্যান অব দ্য সিরিজ হয়েছে স্বর্ণা মুন্ডা এবং সেরা গোলরক্ষক সোনালি মুন্ডা।

এর পরপরই শুরু হয় নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ম্যাচ। এক সপ্তাহব্যাপী অ্যাম্পিউটি ফুটবল ক্যাম্পের সমাপনীতে প্রদর্শনী খেলতে নীল দল ও লাল দলের মধ্যে অনুষ্ঠিত হয় ম্যাচ, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রদর্শনী খেলায় লাল দল ১-০ গোলে বিজয়ী হয়। এতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মোছাম্মৎ রজনী খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি এবং স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্সের (এসএইচআই) প্রতিষ্ঠাতা ও সিইও শারমিন ফারহানা চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্সের (এসএইচআই) সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, এসএইচআই শ্রীমঙ্গলের ইনচার্জ ঝিনুক বৈদ্য প্রমুখ।