মৌলভীবাজারে নারী-শিশুসহ ৪৪ জনকে পুশইন

প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে ফের নারী ও শিশুসহ ৪৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে ৫২-বিজিবি।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফ তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠায়। সীমান্তের ওপারে এখনও আরও কিছু বাংলাদেশিকে আটকে রেখেছে বিএসএফ। তাদেরও পুশইনের প্রক্রিয়া চলছে।

৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ‘আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’ এর আগে চলতি মাসের ৬ ও ৭ তারিখে একইভাবে শতাধিক বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। ওই সময় বিজিবি ৫৯ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিল।