মৌসুমীর পদে শপথ নিলেন নিপুণ

শোবিজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে গত ৩ জুলাই পদত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এই শূন্যপদে এখন নেওয়া হয়েছে নায়িকা নিপুণকে। গতকাল বুধবার বিকালে নিপুণকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি মিশা সওদাগর। মিশা বলেন, ‘আজ (বুধবার) বিকাল ৪টায় নিপুণকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে তিনি শপথ নেন। এর আগে এই পদে নায়িকা মৌসুমী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এ পদ থেকে তিনি পদত্যাগ করেন। আমরা অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে; কিন্তু তিনি আসতে রাজি না হওয়ায় এ শূন্যপদের জন্য নিপুণকে নিয়েছি।’ গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন নায়িকা মৌসুমী। কিন্তু তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি। গত ৪ জুলাই লিখিতভাবে এ সদস্য নিজের পদ থেকে পদত্যাগ করেন। মৌসুমীর পদত্যাগ প্রসঙ্গে সে সময় তার স্বামী অভিনেতা ওমর সানী বলেছিলেন, চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীদের সম্মান দেওয়া হচ্ছে না, পাশাপাশি শিল্পীদের অপমান করা হলেও তার সুরাহা হচ্ছে না; তাই মৌসুমী পদত্যাগ করেছেন। সে সময় সানী অভিযোগ করে বলেন, ‘কিছুদিন আগে নায়করাজ রাজ্জাক সাহেবকে অপমান করা হয়েছে; কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাপ্পারাজকে নিয়ে অনেক কিছুই হয়েছে বিগত দিনে; কিন্তু সেখানে কেউ কোনো কথা বলেননি। ব্যক্তি শাকিবকে নিয়ে আমার কিছু বলার নেই; কিন্তু শিল্পী শাকিব খানকে লাঞ্ছিত করা হলোÑতারও কোনো প্রতিবাদ করা হয়নি। কিছুদিন আগে কমেডি অভিনেতা চিকন আলীকে শুটিংস্পটে মারধর করা হলো, কোনো প্রতিবাদ করা হয়নি। তাহলে সেই সমিতির কার্যনির্বাহী কমিটিতে থাকা কতটা যুক্তিসংগত হতো মৌসুমীর?’

অবশ্য মৌসুমী নিজে কখনও  তার পদত্যাগের বিষয়ে কোনো কথা বলেননি।