শেয়ার বিজ ডেস্ক: ম্যাকডোনাল্ডসের অন্যতম জনপ্রিয় মেনু আইটেম কোয়ার্টার পাউন্ডারের হ্যামবার্গার থেকে ছড়িয়ে পড়া ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়েছেন কয়েক ডজন মানুষ। খবর: এবিসি নিউজ।
ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের ১০টি রাজ্যে। বিশেষ করে কলোরাডো ও নেব্রাস্কায় অসুস্থ মানুষের সংখ্যা বাড়ছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে ম্যাকডোনাল্ডসের জনপ্রিয় মেনু আইটেম কোয়ার্টার পাউন্ডারের হ্যামবার্গার থেকে ইকোলাই সংক্রমণের সুত্রপাত হয়েছে।
উটাহ ও ওয়াইওমিংয়ের পাশাপাশি কানসাস, মিসৌরি, ওরেগন, আইওয়া, উইসকনসিন এবং মন্টানায় সংক্রমণের খবর পাওয়া গেছে। ইকোলাই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত বিভিন্ন রাজ্যের ৪৯ জন অসুস্থ হয়েছেন। এরমধ্যে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।
সংক্রমণের কারণ তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমিত রোগীদের প্রায় সবাই অসুস্থ হওয়ার আগে ম্যাকডোনাল্ডসের কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গার খাওয়ার কথা উল্লেখ করেছেন। সংক্রমণের জন্য দায়ী এমন কোনো নির্দিষ্ট উপাদান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিডিসির তদন্তকারী কর্মকর্তারা হ্যামবার্গারে ব্যবহৃত পেঁয়াজ এবং তাজা গরুর মাংসের প্যাটিগুলো পর্যবেক্ষণ করছেন।
অসুস্থতার আরও ঘটনা সামনে আসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে উএস ফুড সেইফটি অ্যাটর্নি বিল মার্লার জানান, এর আগে ইকোলাই ও ওয়ান ফাইভ সেভেন: এইচ সেভেন প্রাদুর্ভাবের সঙ্গে পেঁয়াজের যোগসূত্র পাওয়া যায়।
ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে জানিয়েছে, কলোরাডো, কানসাস, উটাহ এবং ওয়াইওমিংসহ সংক্রমিত এলাকার আউটলেট থেকে সাময়িকভাবে কোয়ার্টার পাউন্ডার সরিয়ে নিচ্ছে তারা।
কলোরাডো পাবলিক হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ইকোলাই সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র পেট ব্যাথা, ডায়রিয়া ও বমিভাব। বেশিরভাগ সংক্রমিত ব্যক্তিরা জানান, ব্যাকটিরিয়া যুক্ত কিছু খাওয়া বা পান করার তিন থেকে চার দিনের মধ্যে তারা অসুস্থতাবোধ করতে শুরু করেন। তবে অনেক্ষেত্রে ১০ দিন পরও সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে পারে।