Print Date & Time : 18 August 2025 Monday 10:24 pm

ম্যানইউ পারেনি, কষ্টার্জিত জয় আর্সেনালের

ক্রীড়া ডেস্ক : বেলজিয়ামের ক্লাব ব্রুগের মতো দলের সঙ্গে খেলা। স্বাভাবিকভাবেই জয়ই আশা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু প্রতিপক্ষের মাঠে পারেনি দলটি। তবে হারেনি। হোঁচট খেয়েছে। গত পরশু পিছিয়ে থেকে ১-১ ব্যবধানের ড্র করেছে ওলে গানার সুলশারের শিষ্যরা। অন্য ম্যাচে অবশ্য কষ্টকর জয় পেয়েছে আর্সেনাল। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছে গানাররা।  গত পরশু ম্যাচের শুরু থেকে বল পজিশনে এগিয়ে ছিল ম্যানইউ। কিন্তু ১৫তম মিনিটে পিছিয়ে পড়ে সুলশারের দল। অবশ্য ক্লাব ব্রুগেকে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি তারা। ৩৬তম মিনিটে অ্যান্থনি মার্শালের গোলে সমতায় ফিরে ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টার কমতি রাখেনি ইংলিশ জায়ান্টরা। কিন্তু নিজেদের মাঠে রেড ডেভিলদের আর কোনো গোল উদ্যাপন করতে দেয়নি ক্লাব ব্রুগে।

অন্য ম্যাচে অলিম্পিয়াকোসও দারুণ পরীক্ষা নিয়েছে আর্সেনালের। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত জালের নাগাল পেতে দেয়নি গানারদের। শেষ পর্যন্ত ৮১ মিনিটের মাথায় আলেকজান্দ্রে ল্যাকাজেট গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

আগামী শুক্রবার ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লড়াইয়ে খেলবে ব্রুগে-ম্যানইউ আর আর্সেনাল-অলিম্পিয়াকোস।