মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট’বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ক্যাশ অফিসাররা অংশ নেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো শামীম আহম্মদ প্রশিক্ষণটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ সর্টিং এবং জালনোট প্রতিরোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মো. শাহদাত হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংকের জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ খোরশেদ আলম অধিবেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি
