Print Date & Time : 27 July 2025 Sunday 3:40 am

মৎস্য খামারিদের উদ্যোগে রশিটান খেলার ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধি, নরসিংদীনরসিংদীর শিবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী রশিটানের (কাছিটান) চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে এ খেলায় বিপুল পরিমাণ দর্শক সমাগম হয়েছিল। চক্রধা মৎস্য খামার-সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে স্থানীয় ‘তরুণোদয় সংঘ’।

গত ১৮ জানুয়ারি শুরু হয় এ প্রতিযোগিতা। এক মাসের এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার আটটি দল। চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ‘আড়ালি মা মৎস্য খামার’ বনাম ‘একদুয়ারিয়া ভাই ভাই মৎস্য খামার’। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল আড়ালি মা মৎস্য খামারের বিল্লাল হোসেনের হাতে পুরস্কার হিসেবে ষাঁড় গরু এবং রানারআপ একদুয়ারিয়া ভাই ভাই মৎস্য খামারের বকুলের হাতে ছাগল তুলে দেওয়া হয়। খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসদ।