Print Date & Time : 29 August 2025 Friday 3:11 pm

ময়মনসিংহে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে বাল্য বিয়ে বন্ধ করেছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গোপনে বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের এসআই সুবুর। পরে বর কনের লোকজন বাল্যবিবাহ হচ্ছে না বলে অস্বীকার করে। এরপর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হককে জানায় পুলিশের ওই সদস্য। সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন এসিল্যান্ড।

তিনি কনের বয়সের কাগজপত্র ও লোকজনের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেন এবং উভয়ের পক্ষের ছেলে ও মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ায় জন্য উভয় পক্ষ থেকে অঙ্গীকার নামা স্বাক্ষর করান।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক জানান, পুলিশের কাছে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করি এবং উভয় পরিবারের কাছ থেকে বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে অঙ্গীকরনামায় স্বাক্ষর নেই।