Print Date & Time : 29 August 2025 Friday 2:13 pm

ময়মনসিংহে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় পরিত্যক্ত গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- একই এলাকার খাদেমুল ইসলামের মেয়ে রোজা মনি (২) ও রুবেল মিয়ার আড়াই বছরের মেয়ে রাইসা মনি।

স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল৷ এ সময় তারা পরিত্যক্ত একটি গর্তে পড়ে যায়। পরে নিহত এক শিশুর বাবা গর্তের ভেতর থেকে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া শিশুদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।