Print Date & Time : 29 July 2025 Tuesday 3:57 pm

ময়মনসিংহে চলছে মাসব্যাপী বাণিজ্যমেলা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের কাচারীঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যমেলা। সোমবার সন্ধ্যায় দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। দি চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এসএম বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

এ আয়োজনে যুক্ত হয়েছে চায়না প্লেস ও ফরেন জোন। বিনোদনের জন্য রয়েছে ম্যাগাজিন ও বিচিত্রানুষ্ঠান, কৌতুক, জাদু পরিবেশনাসহ নানা আয়োজন। শিশু-নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের বিনোদনের জন্য হেলিকপ্টার, প্রাইভেট কার, নাগিনী জাদু, ভূতের বাড়ি, ডরেমন, থ্রিডি মুভি, রেলগাড়ি, নাগরদোলা ও নৌকা রয়েছে। মেলায় ঢাকা চটপটি, জামদানি, ভ্যানেটি ব্যাগ, হস্তশিল্প, কুটিরশিল্প, মৃৎশিল্প, ক্রোকারিজ সামগ্রী, খেলনা, ফুটওয়্যার, চামড়া, ফুলের দোকানসহ নানা ধরনের পণ্যের দোকানে হরেক রঙের নানা পণ্যের বাহারি সমাহার রয়েছে। মেলায় সব ধরনের নিরাপত্তা জোরদার করতে নিজস্ব সিকিউরিটি ও সিসিক্যামেরা লাগানো হয়েছে।