ময়মনসিংহে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার বিজ ডেস্ক: ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বাবু (২৫), ইয়াসিন মিয়া (১৮) ও রিপন মিয়া (২৮)। তারা সবাই ত্রিশাল উপজেলার কালীবাজার ও সেনবাড়ী এলাকার বাসিন্দা। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, একটি মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। পথে শম্ভুগঞ্জ চায়না মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতকটি ট্রাকটিকে আটক করা হলের চালক পালিয়ে গেছে। 

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।