Print Date & Time : 29 August 2025 Friday 4:56 pm

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে সোয়াইব নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ের রেললাইনে এই ঘটনা ঘটে।

সোয়াইব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে। সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ৯ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলেন।তার মা আহমেদ শিমু একজন লেখিকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। তিনি জানান, সোয়াইবের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হবে।