Print Date & Time : 8 July 2025 Tuesday 11:49 am

ময়মনসিংহে ড্রামট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ধলিয়া সড়কের রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১২টার দিকে ওই ড্রাম ট্রাকটি দ্রুত গতিতে ধলিয়া সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, দুপুর পৌঁনে ১টার দিকে দুইজনকে হাসপাতালে আনা হয়। ভর্তির আগেই মধ্যবয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। আরেকজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকীদের হাসপাতালে আনা হচ্ছে।