ময়মনসিংহ, প্রতিনিধি: ময়মনসিংহে দুই শিশু ভাগ্নিকে গলা কেটে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন মামা।
সোমবার (৭ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা কাজিরবলসা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- চার বছরের সাইমা আক্তার ও সাত বছরের তৃপ্তি আক্তার। তারা সম্পর্কে খালাতো বোন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, ওই দুই শিশুদের নিয়ে তাদের মা নিজের বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। শিশুদের মামা মাহবুব আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে হঠাৎ করে তিনি ওই দুই শিশুর গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। এ সময় আরেক ভাগিনাকেও দা দিয়ে কোপান মাহবুব। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাহবুব একজন মানসিক ভারসাম্যহীন। কিন্তু হঠাৎ করে এমন হত্যার মতো ঘটনা ঘটাবে তা আমাদের ধারণা ছিল না।