শেয়ার বিজ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা শুরু হয়েছে। গত সোমবার বিকালে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে নগরীর কাচারীঘাটের ব্রহ্মপুত্র নদের পাড়ে এ মেলা উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি এসএম বজলুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শঙ্কর সাহা বিশেষ অতিথি ছিলেন।
আয়োজক কমিটির সদস্য শঙ্কর সাহা জানান, ‘মেলায় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি স্টল ইতোমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রায় ১০০টি ছোট-বড় স্টল স্থান পেয়েছে। সব ধরনের দেশি-বিদেশি পণ্যের সমাহার রয়েছে। মেলায় বড়দের পাশাপাশি শিশুদের জন্যও বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেলার মাঠসহ পুরো এলাকা ক্লোজসার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। ফেব্রæয়ারি মাসজুড়েই এ মেলা চলবে।’