Print Date & Time : 31 August 2025 Sunday 9:48 pm

ময়মনসিংহে লড়ির নিচে চাপা যুবকের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ইট ভাঙার লড়ি খাদে পড়ে নাজমুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাংচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ধারইরাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নাজমুল হক ৪/৫ জন শ্রমিকসহ তার নিজস্ব ইট ভাঙার লড়ি নিয়ে রাংচাপড়া গ্রামে যাচ্ছিলেন। এসময় লড়িটি ডুইল্যার বাড়ির পাশের খাদে পড়ে যায়। এতে লড়ির নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় নাজমুল।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে লড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।