Print Date & Time : 2 September 2025 Tuesday 12:10 pm

ময়মনসিংহে ৮ কোটি টাকার সাপের বিষসহ পাঁচ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ৮ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ কেনাবেচা করার সময় পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। রোববার রাতে উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তারাকান্দা উপজেলার বাদরাকান্দা গ্রামের মৃত আঃ কাদের ভূইয়ার ছেলে মোঃ খুরশিদ আলম ভূইয়া(৪৫), বালকি নালপাড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে মোঃ আঃগফুর(৬১), হরিয়াতলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম(৫০), রাজদারিকেল গ্রামের রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম(১৯) এবং টেংগুলিয়াকান্দা গ্রামের আঃ রশিদের ছেলে রউফ মিয়া(৩৫)।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গতকাল রোববার (২৪ এপ্রিল) রাতে র‌্যাব কর্মকর্তা মোঃ ছানোয়ার (ওয়ারেন্ট অফিসার) থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তারাকান্দা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টিউকান্দা চৌরাস্থা সংলগ্ন জালাল এন্ড সন্স এর পাইকারী মুদি দোকানের ভেতর বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে আমদানিকৃত কোবরা সাপের বিষ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে রাত ২ টার সময় র‌্যাবের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় আসামীদের দেহ তল্লাশি করে আঠা দিয়ে ঢাকনা আটকানো অবস্থায় একটি স্বচ্ছ কাঁচের বাটির ভিতরে মিছরির দানা সদৃশ কথিত সাপের বিষের অস্থিত্ব পাওয়া যায়। যেখানে বাটিসহ ১ কেজি ৫৯২ গ্রাম বিষ উদ্ধার করা হয়। এই কোবরা সাপের বিষের আনুমানিক দাম প্রায় ৮ কোটি ১৪ লক্ষ টাকা বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ওসি আরও জানান, এই বিষয়ে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।