Print Date & Time : 30 August 2025 Saturday 12:09 am

ময়মনসিংহ নার্সিং কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ১৩ ও ১৪ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি ৮ম ও ৯ম ব্যাচ এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ নাসিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া, বাংলাদেশ মেডিকেল এসোসিয়য়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শ্রী নিভা রানী চন্দ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অত্যন্ত সম্মান ও মর্যাদার পেশা। তারা মানবসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কভিড ১৯ মোকাবেলায় নার্সগণ সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে মানুষকে ভালো রাখতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কভিড ভ্যাক্সিনেশন কার্যক্রমের নার্সদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরও বলেন, কভিড ১৯ থেকে সুরক্ষায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভ্যাক্সিনেশন কার্যক্রমে উল্লেখ্যযোগ্য সফলতা অর্জন করেছে। এই সফলতার পেছনে নার্সগণের রয়েছে উল্লেখ্যযোগ্য ভূমিকা।