Print Date & Time : 7 August 2025 Thursday 11:32 pm

ময়লার গাড়ির ধাক্কায় আরও এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে এ দূর্ঘটনা ঘটে। দূঘটনার পরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত আহসান কবির প্রথম আলো পত্রিকার সাবেক কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে বসুন্ধরা শপিং মলের পাশে শাপলা ফার্নিচার নামক দোকানের সামনে সিগন্যাল থাকায় অন্য সব যানবাহনের সঙ্গে উত্তর সিটির ময়লার গাড়িটি আটকে ছিল। সেটি সিগন্যাল ছাড়া মাত্রই সিগন্যালে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী হিসেবে থাকা আহসান কবীর খান ছিটকে পড়েন। তার মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই আহসান কবীরের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ময়লার গাড়িটিকে ধাওয়া দিলে গ্রিনরোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তার সহযোগী গাড়ি সেখানে রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেলে দুজন ছিলেন। আরেকজন কোথায় পুলিশ তা বলতে পারছে না।

এই এলাকার ট্রাফিক সার্জেন্ট অসীম কুমার সূত্রধর বলেন, দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা আর মোটরসাইকেলটি পাননি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটিতে দুজন ছিল।

নিহত কবীরের মাথা থেঁতলে গেছে। তাকে খালি চোখে চেনার কোনো উপায় নেই। তার কাছে থেকে পরিচয়পত্র থেকে তাকে শনাক্ত করা হয়।

এদিকে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এ ঘটনার রেশ কাটতে না কাটতে আজ আবার এই ঘটনা ঘটলো।