প্রতিনিধি, যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বমানের হ্যাচারি ও ওয়েট ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের পাশে বিশ্বমানের হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব উদ্বোধন করেন শেখ আফিল উদ্দীন এমপি।
বাংলাদেশের মৎস্যসম্পদের টেকসই উৎপাদনে কৌল তাত্ত্বিক গবেষণা, গুণগত মানের মাছের পোনা উৎপাদন, মা মাছের পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং একাডেমিক গবেষণাকে এগিয়ে নিতে এই হ্যাচারি ও ওয়েট ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি শেখ আফিল উদ্দীন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কাক্সিক্ষত বৃষ্টিপাত হচ্ছে না। ফলে মাছ চাষের জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু সেই পানি শতভাগ বিশুদ্ধ নয়। ফলে মাছ চাষে নানা ধরনের বিঘœতার সম্মুখীন হতে হচ্ছে। যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ হতে হলে, আমাদের গবেষণার ওপর জোর দিতে হবে। দেশীয় উপাদানগুলো ও কাঁচামালের সহায়তায় মাছের খাদ্য উৎপাদন আরও কীভাবে বাড়ানো যায়, নতুন জাত উদ্ভাবন করা যায়, সে বিষয়ে আরও গবেষণা করতে হবে। এক্ষেত্রে আপনাদের বিভাগের প্রয়োজনে সব সময় আমাকে পাশে পাবেন।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে উদ্দেশ করে শেখ আফিল উদ্দীন বলেন, আপনার চিন্তা-চেতনা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে যেভাবে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ ক্ষেত্রে আমাকে সব সময় আপনার পাশে পাবেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনোমিক রিসার্চই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে।ব বসানো হবে। আর রেলওয়ে সø্যাব বসানো হবে দুই হাজার ৯৫৯টি।
