Print Date & Time : 10 July 2025 Thursday 8:01 am

যমুনায় অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, সিরাজগঞ্জ: যমুনা নদীতে মহালের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেন।

এরআগে, ভাটপিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ইজারা দেওয়া মহালের বাইরে থেকে বালু উত্তোলন বন্ধ করেন তিনি। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মো. ঘাটু শেখের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রাকিবুল হাসান বলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী এলাকায় ইজারা নেওয়া মহালের বাইরে থেকে বালু তোলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ করে বালু ব্যবসায়ী নজরুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে মহালের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য মোচলেকা দেন তিনি। যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।