যমুনায় পানি বাড়ছে

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। গত রোববার নদীর শহররক্ষা বাঁধ এলাকায় পানি রেকর্ড করা হয় সাত দশমিক ২৪ সেন্টিমিটার। গতকাল সোমবার সকালে রেকর্ড করা হয়েছে সাত দশমিক ৪৩ সেন্টিমিটার। তবে বিপদ সীমার (১৩.৩৫ সেন্টিমিটার) অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জুনে সিরাজগঞ্জে বন্যা দেখা দেয়। এ কারণে যমুনায় পানি বাড়লেও এ মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কারণে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। জুন-জুলাই বর্ষা মৌসুম। এখন থেকে নদীতে পানি বাড়বে, এটি স্বাভাবিক।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, আগামী দুই দিন রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের তাপমাত্রা ৩৪ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এ মুহূর্তে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং আরও কয়েকদিন ধরে তা বাড়বে।