Print Date & Time : 29 August 2025 Friday 3:00 pm

যমুনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ সিরাজ শেখ (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিরাজ শেখ শহরের পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল ইসলাম জানান, সিরাজ যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে সিরাজ শেখের লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।