Print Date & Time : 8 September 2025 Monday 8:01 pm

যমুনা অয়েলের ডিভিডেন্ড এবং প্রথম প্রান্তিক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আজ রোববার (২ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.২৪ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৮০.৮৪ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৪.০১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মার্চ ২০২২ তারিখ বেলা ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড-সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ জানুয়ারি ২০২২ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই, ২১-সেপ্টেম্বর, ২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল চার টাকা শূন্য সাত পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯৩ টাকা ৪২ পয়সা।