মো. আব্দুস সালাম চলতি মাসে যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ২০১০ সালের জুনে যমুনা ব্যাংকে ইভিপি হিসেবে যোগদান করে আব্দুস সালাম রেকর্ড-ব্রেকিং মাইলফলক অর্জন করেছেন। তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে বিভিন্ন পদে চাকরি করেন এবং খুব দ্রুত একজন পেশাদার হিসাবে সুনাম অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি
