Print Date & Time : 5 August 2025 Tuesday 1:19 pm

যমুনা ব্যাংকের প্রথম ক্রেডিট কার্ড বিমা সুবিধার চেক প্রদান

 

সম্প্রতি যমুনা ব্যাংক ও আইটিসিএল, মাইক্রোএনশিওর এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রথম ক্রেডিট কার্ড বিমা সুবিধার চেক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক একেএম সাইফুদ্দীন আহমেদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের হেড অব কার্ড আদনান মাহমুদ আশরাফ উজ জামান, আইটিসিএলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জুবায়ের আহমেদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জিএম এসএম জিয়াউল হক প্রমুখ।

 

ভারতের ইনস্টিটিউট অব ডিরেক্টরসের সেশনে মসলিন ক্যাপিটালের কো-ফাউন্ডার

সম্প্রতি ভারতের ইনস্টিটিউট অব ডিরেক্টরস আয়োজিত ‘গ্লোবাল কনভেনশন অন করপোরেট এথিকস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন অব গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডস অন করপোরেট এথিকস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’-এ একটি সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের মসলিন ক্যাপিটাল লিমিটেডের কো-ফাউন্ডার ওয়ালি-উল-মারূফ মতিন। এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ বক্তারা এ কনভেনশনে বক্তব্য রাখেন।