যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ডাদেশ বহাল  

 

নিজস্ব প্রতিবেদক: চেকের মামলায় যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানকে এক বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আরিফুরের আপিল খারিজ করে বিচারপতি রইস উদ্দিনের হাইকোর্টের একক বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে ছিলেন আইনজীবী এএফ হাসান আরিফ ও এসএম বকশ কল্লোল। আরিফুর রহমানের পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।

মামলার বিবরণে জানা যায়, ছয় বছর আগে বোরাক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে ১৫ কোটি টাকা নেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান। ওই টাকার বিপরীতে তিনি সমপরিমাণ টাকার চেক দেন। কিন্তু ওই চেক ব্যাংকে দিলে পর্যাপ্ত স্থিতি না থাকায় তা ফেরত পাঠানো হয়। এ ঘটনায় ২০১২ সালে ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা করে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারি মামলার রায় হয়। রায়ে বিচারিক আদালত এনআই অ্যাক্ট ১৩৮ ধারা মোতাবেক আরিফুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানাসহ ১৫ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।

এরপর রায়টির বিরুদ্ধে আরিফুর রহমান আপিল করেন। বাদীপক্ষের আইনজীবী এসএম বকশ কল্লোল সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতের রায়ের পর আরিফুর সাড়ে সাত কোটি টাকা পরিশোধ করেছিলেন। এখন বাকি টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এরপরও যমুনা ব্যাংকের এই সাবেক চেয়ারম্যানের দণ্ড বহাল থাকবে।