Print Date & Time : 11 September 2025 Thursday 6:35 am

যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএসইসির ৮০৬তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল ও কুপনযুক্ত। বার্ষিক কুপনের বা সুদের হার হবে সাত থেকে ৯ শতাংশের মধ্যে। আলোচিত বন্ডের প্রতি ইউনিটের মূল্য হবে এক কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টে এই ইউনিট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেয়া হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ যমুনা ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। আলোচিত বন্ডের অ্যারেঞ্জার থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইসি সিকিউরিটিজ লিমিটেড।