সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ভিসা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট মেম্বারশিপে যোগদানের জন্য যমুনা ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন। এছাড়া যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক একেএম আতিকুর রহমান ও মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কেএম আওলাদ হোসেন ও মো. রফিকুল ইসলামসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
