Print Date & Time : 17 July 2025 Thursday 6:55 am

যমুনা ব্যাংক ও সিল্ককার্ডের মধ্যে চুক্তি

সম্প্রতি যমুনা ব্যাংক ও সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড (সিল্ককার্ড) নিজেদের মধ্যে কার্ড পারসোনালাইজেশন সেবার চুক্তি সই করেছে। চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সব ধরনের চিপযুক্ত ভিসা কার্ড সিল্ককার্ডের মাধ্যমে ডেটা পারসোনালাইজেশন সেবা গ্রহণ করবে। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক একেএম সাইফুদ্দিন আহমেদ, হেড অব কার্ড অ্যান্ড এডিসি আদনান মাহমুদ আশরাফুজ্জামান এবং শেখ ফরিদ আহমেদ মানিক, ব্যবস্থাপনা পরিচালক, সিল্ককার্ড মুস্তাফিজুর রহমান, হেড অব মার্কেটিং  সিল্ককার্ড, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি