যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থয়ানে ঢাকা শহরের বিভিন্ন মহল্লায় চিকিৎসা সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠী, নারী ও শিশুদের ফ্রি চিকিৎসার উদ্দেশ্যে তেজগাঁও শিল্প এলাকায় ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদানের মাধ্যমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল সার্ভিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। বিজ্ঞপ্তি
