যমুনা ব্যাংক লিমিটেডের ডেটা সেন্টার উদ্বোধন

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের জন্য দুটি ডেটা সেন্টার উদ্বোধন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া রাজধানীর গুলশান করপোরেট শাখায় এই ডেটা সেন্টার দুটি উদ্বোধন করেন। এ সময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক গাজী গোলাম মুর্তজা, মো. ইসমাইল হোসেন সিরাজী, মো. রেদওয়ান-উল করিম আনসারী, মো. সাইদুল ইসলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি