Print Date & Time : 7 July 2025 Monday 12:44 am

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

শেয়ার বিজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন। এই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

আজ বুধবার (৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার (২ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (৩ জুন) রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী (সেতুর পূর্ব পাড়ে) যানবাহনের সংখ্যা ছিল ১৭ হাজার ৬৫৭টি। এতে আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা।

অন্যদিকে, ঢাকাগামী (সেতুর পশ্চিম পাড়ে) যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৯০৭টি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, যানবাহনের সংখ্যা ততই বাড়ছে। যাত্রীসেবা নিশ্চিত করতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদাভাবে রয়েছে ৪টি বুথ।