Print Date & Time : 11 September 2025 Thursday 7:14 pm

যশোরের ক্ষণিকা পিকনিক কর্নার রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, যশোর: যশোরের প্রাচীন বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ক্ষণিকা পিকনিক কর্নার ভেঙে সড়ক ও জনপথ বিভাগের যানবাহন মাপার যন্ত্র ওয়ে স্কেল স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর নাগরিক অধিকার আন্দোলনসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। গতকাল সকালে যশোর-খুলনা মহাসড়কের পাশে রামনগর ক্ষণিকা পিকনিক কর্নারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ওজন স্কেল প্রয়োজনে অন্যত্র করা যাবে, কিন্তু পিকনিক কর্নারের ১০ বিঘা জমি দখল করে তার গাছ কাটলে প্রকৃতির যে ক্ষতি হবে, সেটি পোষানো সম্ভব হবে না।

এ সময় বক্তারা সড়ক ও জনপথ বিভাগের কাছে ঐতিহ্যবাহী ক্ষণিকা পিকনিক কর্নারকে বিনোদন কেন্দ্র হিসেবে রাখার দাবি জানিয়ে বলেন, ওয়ে স্কেল প্রকল্পটি পিকনিক কর্নার থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে। কারণ, যশোরের প্রকৃতির লীলাভূমি হিসেবে খ্যাত ক্ষণিকা পিকনিক কর্নার। এখানে সবুজ বেষ্টনী ও দিঘির স্বচ্ছ জলকে কেন্দ্র করে প্রাণী বৈচিত্র্যের পরিবেশ তৈরি হয়েছে। প্রকৃতিপ্রেমীদের প্রিয় জীববৈচিত্র্যের এ স্থান ধ্বংস করতে দেয়া হবে না।

মানববন্ধনে নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কোর কমিটির সদস্য অধ্যক্ষ হারুন অর রশিদ, মোবাশ্বের হোসেন বাবু, আহসানউল্লাহ ময়না, অধ্যক্ষ বোরহানুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সেলিম হোসেন, তাসলিমা ইসলাম লিপা, জাহিদ গোলদার, ডা. আব্দুল্লাহ, ডা. আবিদ, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকার দেশের সড়ক ও মহাসড়কগুলোয় যানবাহনে অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল রোধে কিছু সিদ্ধান্ত নিয়েছে, যাতে সড়কগুলো সুরক্ষিত থাকে। কারণ, ট্রাক ও কাভার্ডভ্যানে অতিরিক্ত মালামাল নিয়ে চলাচলের কারণে অল্প সময়েই সড়কগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। দেশের সড়কগুলো ১৫ থেকে ২০ টন ভর বহন উপযোগী করে নির্মিত। কিন্তু বর্তমানে ট্রাক ও কাভার্ডভ্যান ৪০ থেকে ৫০ টন মালামাল বোঝাই করে চলাচল করে। এতে সড়কগুলো নির্মাণের পর দ্রুততম সময়ে নষ্ট হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে সরকার সারাদেশের মহাসড়কগুলোয় ২৮টি যানবাহনের ওজন মাপার যন্ত্র ওয়ে স্কেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। যার একটি নির্মিত হচ্ছে যশোর-খুলনা মহাসড়কের রামনগর ক্ষণিকা পিকনিক কর্নারে।