যশোরে অ্যাম্বুলেন্সের-ভ্যান মুখোমুখি সংঘর্ষ : বাবা-মেয়েসহ নিহত ৩

প্রতিনিধি, যশোর: যশোরে ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। ওই সময় ভ্যানচালকসহ আহত হয়েছেন দুই জন। গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বামন আলী গ্রামের হাসান ইকবাল (৪৫) ও তার মেয়ে রতœা খাতুন (১৪) এবং গদখালি এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। আহত হয়েছেন হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩৮) ও ভ্যানচালক গদখালীর সৈয়দপুর এলাকার বাবলু (৩৫)। খবর পেয়ে নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার এবং আহত একজনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ দেখতে পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশও নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ও আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়া অ্যাম্বুলেন্সটি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।