প্রতিনিধি, যশোর : যশোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি জুয়েল খান পালিয়ে গেছেন।
গতকাল রোববার বিকাল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলা থেকে হাজতখানায় আনার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
জুয়েল খান মাগুরার শালিখা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার আলোচিত ইজিবাইকচালক আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।
পুলিশ জানায়, গতকাল মামলার ধার্য তারিখে জুয়েল খান ও অপর আসামি হারুন অর রশিদকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের নিচতলার হাজতখানায় আনার সময় নারী পুলিশ কনস্টেবল সোনালি আক্তারের দায়িত্বে থাকাকালীন হঠাৎ জুয়েল হাতকড়া খুলে সিঁড়ি দিয়ে দৌড়ে পালিয়ে যান। পলায়নের পরই কনস্টেবল সোনালি অপর আসামি হারুনকে হাজতে রেখে আদালতের ইন্সপেক্টরের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।