Print Date & Time : 8 July 2025 Tuesday 8:22 pm

যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

প্রতিনিধি, যশোর: যশোরে আনসার সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১০টায় হাশিমপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহত আনসার সদস্যের নাম হোসেন আলী তরফদার (৫৫)। তিনি হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার আরশাদ আলী তরফদারের ছেলে।

জানা গেছে, হোসেন আলী তরফদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায়, আরেকটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে যশোরের পুলিশ সুপার মঈনুল হকের নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের বোন শরীফা বেগম ও মেয়ে জুলি জানান, আনসার বাহিনীর সদস্য হোসেন আলী তরফদার ঢাকার মিরপুরে কর্মরত ছিলেন। তিন দিন আগে ছুটিতে তিনি বাড়ি আসেন। গতকাল সকালে যশোর সদরের ভেকুটিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তারা শুনতে পানÑহোসেন আলী হাশিমপুরে বাজারে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, হোসেন আলী তরফদার একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। এরপর সরকার তাকে আনসার বাহিনীতে চাকরি দেয়।