প্রতিনিধি, যশোর: যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের ওপর পড়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সমর্থিত দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরও এ মৃত্যুর শোকে ওই এলাকার আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ-উল্লাস করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়েন। এ সময় পিঠে রড বিধে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, উল্লাস করতে গিয়ে দুর্ঘটনায় রাকিব হোসেনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
গতকাল দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাকিবের দাফন সম্পন্ন হয়। তার দেড় বছরের একটি মেয়েশিশু রয়েছে।