Print Date & Time : 21 July 2025 Monday 12:43 pm

যশোরে চা দোকানি খুন

প্রতিনিধ, যশোর: যশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৫) নামে একজন চা দোকানি খুন হয়েছেন। গতকাল দুপুরে শহরের শংকরপুরে এ ঘটনা ঘটে। সাব্বির শংকরপুর বাস টার্মিনাল এলাকার আকবর মিয়ার ছেলে।

নিহতের ভাই চন্দন জানান, তার ভাইয়ের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চায়ের দোকান রয়েছে। সে দোকানে ছিল।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সাব্বির মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস সাংবাদিকদের জানান, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।