প্রতিনিধি, যশোর:স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোর বিআরটিএর উদ্যোগে এক দিনেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় যশোর বিআরটিসি বাস ডিপো কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যশোর সার্কেলের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ চালক তৈরিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাইসেন্স পেতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। এক দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। সরকার সব সেবাকে সহজ করতে চায়। তারই ধারাবাহিকতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা গেছে, একটি ড্রাইভিং লাইসেন্স করতে কমপক্ষে ৪ থেকে ৫ বার আসতে হতো। এক দিনে সেবা নিশ্চিত হওয়ায় এখন ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে সেবাগ্রহীতাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএর কর্মকর্তা, সিভিল সার্জনের প্রতিনিধি ও যশোরের ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।