Print Date & Time : 10 September 2025 Wednesday 12:56 am

যশোরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

প্রতিনিধি, যশোর: যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা। তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির হযরত মাওলানা সাদ এর অনুসারীদের আয়োজনে এদিন ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হবে।

ইজতেমা উপলক্ষে যশোর উপশহর মারকাজ মসজিদের মাঠসহ আশপাশের আরও দুটি মাঠে আগত মুসল্লীদের জন্য তৈরি হয়েছে বিশাল আকৃতির প্যান্ডেল। পুরো ময়দান জুড়ে ত্রিপল টানানো হয়েছে। মুসল্লীদের জন্য থাকছে সুপেয় খাবার পানির ব্যবস্থা। মারকাজ মসজিদের দক্ষিণ পাশে টয়লেট স্থাপন করা হয়েছে। পুরো ইজতিমা ময়দান জুড়ে থাকছে সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা।
ইজতিমার আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান জানান, যশোরের আটটি উপজেলাসহ আশপাশের ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লী এবারের ইজতেমাতে অংশ নেবেন। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। ইজতেমার মাঠে জুমার নামাজ আদায় হবে। নামাজ শেষে হবে বিশেষ বয়ান। ইজতিমার মাঠে প্রতি ওয়াক্তের নামাজ শেষে হেদায়েতের বয়ান করবেন দেশ বরেণ্য আলেম এবং আরবের মেহমানরা।

আয়োজকরা জানান, রোববার সকাল ১০ হেদায়েতের বয়ান শেষে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে যশোর জেলা ইজতেমা শেষ হবে। এখন থেকে ৬০ টি চিল্লার জামায়াত বের হবে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত – এ তিন দেশের পাঁচটি বিদেশী জামায়াত এ ইজতেমায় অংশ নেবে।