Print Date & Time : 30 August 2025 Saturday 12:34 pm

যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ নারী আটক

প্রতিনিধি, যশোর : যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ অনন্যা ইসলাম (৪২) নামে এক নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অনন্যা ইসলাম মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক নারী মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে বাসযোগে যশোর আসছেন। এরপর র‌্যাবের একটি টিম যশোর মনিহার বাসস্ট্যান্ডের যাত্রীক পেট্রোল পাম্পের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশী চালায়। এসময় অনন্যা ইসলামের ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।