যশোরে নৌকার বিরোধিতা করায় আওয়ামী লীগ থেকে ২৬ কর্মী বহিষ্কার

প্রতিনিধি, যশোর: যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরোধিতা করে নিজেদের প্রার্থী ঘোষণা করায় আওয়ামী লীগ থেকে ২৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত প্রার্থীরা যশোর সদর ও অভয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একজন অভয়নগর উপজেলার, বাকিরা যশোর সদর উপজেলার। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন।

বহিষ্কৃতরা হলেন হৈবতপুর ইউনিয়নের আহম্মদ আলী ও হরেন কুমার বিশ্বাস। ইছালী ইউনিয়নে আইয়ুব হোসেন, আনিছুর রহমান ডেভিড ও জাহিদুল ইসলাম। নওয়াপাড়া ইউনিয়নে কাজী আলম ও হুমায়ুন কবীর তুহিন। উপশহর ইউনিয়নে শওকত হোসেন। কাশিমপুর ইউনিয়নে বিএম সাইফুল।

চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, গোলাম মোস্তফা ও আলমগীর কবীর মিলন। দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান। আরবপুর ইউনিয়নে আসাদুজ্জামান খোকন, ফারুক আহম্মেদ বাবু ও নুরুল ইসলাম। চাঁচড়া ইউনিয়নে শামীম রেজা ও ফারুক হোসেন। ফতেপুর ইউনিয়নে আলমগীর হোসেন, ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম। কচুয়া ইউনিয়নে শেখ মাহমুদ হোসেন, আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান। নরেন্দ্রপুর ইউনিয়নের জাকির হোসেন, রাজু আহম্মেদ ও ফেরদৌস। অভয়নগর উপজেলার সানা আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী তিন দিনের মধ্যে এসব প্রার্থীর কোনো প্রার্থী যদি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা করে দরখাস্ত করেন, তবে তার বহিষ্কারাদেশ বিবেচনা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যশোর পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু প্রমুখ।