যশোরে প্রধানমন্ত্রীর জনসভার স্থান বদল

শেয়ার বিজ প্রতিনিধি,যশোর:যশোরে প্রধানমন্ত্রীর জনসভার স্থান বদল হয়েছে। স্টেডিয়ামের বদলে কেন্দ্রীয় ঈদগাহে জনসভা অনুষ্ঠিত হবে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন। ওই দিন সকালে তিনি যশোরের মতিউর ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে শহরে অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জনসভার স্থান নির্ধারণ করা হয়েছিল যশোর শামসুল হুদা স্টেডিয়াম। সেই অনুযায়ী এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু বুধবার বিকালে হঠাৎই বদল হয় জনসভার স্থান। এদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত এসএসএফ কর্মকর্তারা।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জনসভার জন্য নির্ধারিত স্থান স্টেডিয়ামকে উপযুক্ত হিসেবে বিবেচনা করেননি এসএসএফ কর্মকর্তারা। ফলে জনসভার স্থান বদল করে কেন্দ্রীয় ঈদগাহ নির্ধারণ করা হয়। যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির জনসভার স্থান বদলের কথা নিশ্চিত করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনও একই কথা বলেন। এই দুই নেতা সেই সভায় উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার জানান, স্টেডিয়ামের মধ্যে প্রবেশপথ অনেক ছোট। আর স্টেডিয়ায়ের অনেক গ্যালারি বেশ পুরোনো। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিবর্তন করা হয়েছে।