Print Date & Time : 13 September 2025 Saturday 2:21 pm

যশোরে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা

প্রতিনিধি, যশোর: যশোরে উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি (এইডস) শনাক্তের সংখ্যা। এখন পর্যন্ত যশোরে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোর রেড ক্রিসেন্ট মিলনায়তনে ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত সেমিনারের এফপিএবি জেলা কর্মকর্তা আবিদুর রহমান এসব তথ্য দেন।

সেমিনারে জানানো হয়, ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত যশোরে ৩৪ হাজার ৬৯৩ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৬ জন পজিটিভ হন। এ পর্যন্ত ১৩ জন মৃত্যুবরণ করেছেন; যার মধ্যে ৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

সেমিনারে জেলা এফপিএবি কর্মকর্তা ও জেলা এইচআইভি কমিটির সদস্য মো. আবিদুর রহমান জানান, শুধু ২০২২ সালে যশোরে ৫ হাজার ৬৪০ জনের পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয়েছে ১০ জন। আর এই সময়ে মোট চারজন মারা গেছেন, যার মধ্যে নারী তিনজন এবং পুরুষ একজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল। আলোচনা করেন যশোর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাছিমা আক্তার জলি, এইচআইভি কাউন্সিলর কাম অ্যাডমিনিস্ট্রেশন সুদেব কুমার বিশ্বাস প্রমুখ।