যশোরে বাসচাপায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭

প্রতিনিধি, যশোর: যশোরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑযশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের ৩ বছর বয়সী দুই ভাই (যমজ) হাসান ও হোসেন, তাদের খালা খাদিজা (৭), নানি রাহিমা খাতুন (৬৫) ও খাদিজার মা মাহিমা বেগম (৭০)। নিহতদের এই পাঁচজন একই পরিবারের। অপর নিহত যাত্রী ইমরান ও ইজিবাইকচালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭)।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহতের বাড়িসহ পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটায় চালকের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির মেয়ে খাদিজার চিকিৎসার জন্য শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হনÑতার স্ত্রী, তিন সন্তান খাদিজা, হাসান, হোসেন; শাশুড়ি মাহিমা, খালা শাশুড়ি রাহিমা ও তার মেয়ে জেবা। ইজিবাইকযোগে যশোর যাওয়ার পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলচালককেও ধাক্কা দেয়। এতে সাতজন মারা যান।

যশোর জেনারেল হাসপাতাল থেকে গভীর রাতে একই পরিবারের পাঁচজনের লাশ আনা হয় যাদবপুরের গ্রামের বাড়িতে। সকাল থেকে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর ঢল নামে নিহতের বাড়িতে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের আবহ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।

নিহত হাসান ও হোসেনের পিতা হেলাল মুন্সি বলেন, ‘মেয়ের চিকিৎসা করাতে গিয়ে দুই ছেলেকে হারাতে হবে কে জানত। আমার প্রাণের মানিকরা বেপরোয়া গতির গাড়িচালকদের কারণে মারা গেল। এ কষ্ট আমি কী করে সইব। এ বিচার আমি কার কাছে দেব। আমার স্ত্রী ও কন্যা বাঁচবে কী না তাও জানি না। আমার তো সব শেষ হয়ে গেছে।’

এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যাদবপুর স্কুলমাঠে নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

দুর্ঘটনায় নিহত হাসান-হোসেনের নানা ছোটন মুন্সি বাদী হয়ে অজ্ঞাতনামা বাসচালক ও হেলপারের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।