Print Date & Time : 10 August 2025 Sunday 10:39 pm

যশোরে বাস উল্টে নিহত ১, আহত ১০

প্রতিনিধি, যশোর: যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুর নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে হাফেজ মো. শাহীন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌঁছলে অন্য একটি গাড়িকে পাস দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তখন স্থানীয়রা দ্রুত উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেন। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন। অন্যদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন।