Print Date & Time : 12 September 2025 Friday 1:38 pm

যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

প্রতিনিধি, যশোর: যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। মঙ্গলবার শহরের গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে এ ঘটনা ঘটে। নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানাতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।

দলের একাধিক নেতা জানান, মঙ্গলবার দুপুর ১২টায় যশোর শহরের দড়াটানা মোড় থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রচারপত্র বিলি শুরু হয়। শহরের এইচএমএম রোডে মনসা বস্ত্রালয়ের সামনে গেলে একদল পুলিশ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ দলীয় নেতা-কর্মীদের ওপর আচমকা লাঠিচার্জ করে। পরে নার্গিস বেগম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে হাটখোলা রোড এলাকায় প্রচারপত্র বিলি করতে গেলে সেখানেও পুলিশ আবার লাঠিচার্জ করে।

এ ঘটনার পর শহরের বড়বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের টহলের পাশাপাশি তল্লাশি অভিযান চালাতেও দেখা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্দয়ভাবে আমাদের দলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে পুলিশ।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের ডামি ভোট বর্জন করেছে সাধারণ জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে যখন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, এই অবৈধ সরকার তখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পাচ্ছে। গণতন্ত্র হত্যা করে সরকার একদলীয় ব্যবস্থা কায়েম করে যে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে এ ভয়। নেতা-কর্মীদের ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করেছে কি না সেটা জানা নেই। পুলিশ লাঠিপেটা করেছে কি না সেটাও জানা নেই।’